সঠিক উত্তর হচ্ছে: বিইউ সয়াবিন-১ ও বিইউ সয়াবিন-২
ব্যাখ্যা: অধিক ফলনশীল, জীবনকাল কম, প্রোটিন-তেল বেশি ও লবণাক্ততাসহিষ্ণু সয়াবিনের দুটি জাত উদ্ভাবন করেছেন গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের গবেষকরা। উদ্ভাবিত সয়াবিনের জাতের নাম বিইউ সয়াবিন-১ ও বিইউ সয়াবিন-২।