সঠিক উত্তর হচ্ছে: নিকোলাই পোদগর্নি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পোদগর্নি। স্ট্যালিন ছিলেন ২য় বিশ্বযুদ্ধকালীন সোভিয়েত রাষ্ট্রপতি। মিখাইল গর্বাচেভ সর্বশেষ সমাজতান্ত্রিক সোভিয়েত প্রেসিডেন্ট। ১৯৭১ সালে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নি·ন। (সূত্র: রাশিয়া ও ইউএস সরকারি ওয়েবসাইট)