সঠিক উত্তর হচ্ছে: রাজনৈতিক স্বাধীনতা
ব্যাখ্যা: হ্য্যারল্ড যে লাস্কির মতে, “রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের ক্ষমতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে।” রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার গঠন ও নিয়ন্ত্রন করার অধিকার বোঝায়। যেমন - ভোট দেওয়ার অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দীতার অধিকার, নিরপেক্ষভাবে রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার, সরকারি চাকরিতে নিয়োগ লাভের অধিকার ইত্যাদি। উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম পত্র) বই।