সঠিক উত্তর হচ্ছে: সবগুলি
ব্যাখ্যা: কোকিল : বসন্তদূত কোকিল অন্যপুষ্ট, কাকপুষ্ট ও পরপুষ্ট কলকণ্ঠকে মধুসখার মধুস্বর ও পিক খাওয়াইয়ে পরভৃত করে। উপরের বাক্যের – বসন্তদূত, অন্যপুষ্ট, কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, মধুসখা,মধুস্বর,পিক ও পরভৃত হল কোকিলের প্রতিশব্দ।\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]