সঠিক উত্তর হচ্ছে: আওতাধীন দূরত্ব
ব্যাখ্যা: LAN এবং WAN এর মধ্যে পার্থক্য-
\nLocal Area Network \nসাধারণত ১০ কিলোমিটার বা তার কম এলাকার মধ্যে বেশ কিছু কম্পিউটার বা অন্য কোন পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বলা হয়।
\nMetropolitan Area Network \nএকই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটারের মধ্যে তারহীন নেটওয়ার্ক হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN)। উদাহরণ: ওয়াইম্যাক্স Worldwide প্রযুক্তি। WAN Network সাধারণত ১০০ মাইলের বেশি দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক কাভারেজ করতে পারে।\n