সঠিক উত্তর হচ্ছে: বহুব্রীহি
ব্যাখ্যা: সংখ্যাবাচক বহুব্রীহি:
পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়।
যেমন -
- দশগজি = দশগজ পরিমাণ যার।
- চুতুর্ভুজ = চার ভুজ যে ক্ষেত্রের।
- সেতার, দশরথ, দশানন, চারহারতি, তেপায়া ইত্যাদি শব্দ দ্বিগু সমাসের উদাহরণ মনে হলেও এগুলো আসলে সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ।
উৎস : নবম দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই।