সঠিক উত্তর হচ্ছে: পরিবর্তনশীলতা
ব্যাখ্যা: মূল্যবোধ হলো মানুষের আচরণ ও কর্মকাণ্ড পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। মূল্যবোধ আপেক্ষিক বিষয়। কেননা সময়ের ব্যবধানে কিংবা স্থানভেদে এটি পরিবর্তনশীল। অর্থাৎ সকল সমাজের মূল্যবোধ এক নয়, সমাজ ভেদে মূল্যবোধ ভিন্ন ভিন্ন হয়। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)