সঠিক উত্তর হচ্ছে: ১৯৩৬ সালে
ব্যাখ্যা: ১৮৯১ সালে মেসাচুসেটসের স্প্রিংফিল্ডের ড. জেমস নাইজস্মিথ নামীয় একজন অধ্যাপক এ ক্রীড়া উদ্ভাবন করেন। জনপ্রিয়তার দিক দিয়ে বাস্কেটবল বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। গ্রীষ্মকালীন অলিম্পিকের অন্যতম ক্রীড়া হিসেবে বিবেচিত। প্রমিলা বাস্কেটবলও সমান জনপ্রিয়; তবে পুরুষদের তুলনায় কম জনপ্রিয়তা অর্জন করেছে।\n১৯৩৬ সালে বাস্কেটবল প্রথম অলিম্পিকে প্রদর্শনী হয়।\n[তথ্যসূত্রঃBBC News, সেপ্টেম্বর ১৪, ২০১১]