MAN এর পূর্ণরূপ হলো – Metropoliton Area Network মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কোন বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটারসমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে MAN বলা হয়। এ ধরণের নেটওয়ার্ক ৫০-৭৫ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এ নেটওয়ার্কের ডাটা ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড।