সঠিক উত্তর হচ্ছে: ধূলি
ব্যাখ্যা: যে শব্দগুলি সংস্কৃত ভাষার শব্দভাণ্ডার থেকে সরাসরি ও অবিকৃত অবস্থায় বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, তাদের বলে তৎসম শব্দ। সাধারণভাবে যে শব্দের প্রমিত বানানে ঋ বা ঋ-কার, ঈ বা ঈ-কার, ঊ বা ঊ-কার, ণ, ষ্, ক্ষ, ষ্ণ-এর মধ্যে যে কোনো একটি থাকবে, সেই শব্দটি অবশ্যই তৎসম শব্দ হবে। যেমনঃ ধূলি, সূর্য, চন্দ্র, জল, গৃহ, মৃত্তিকা ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]