সঠিক উত্তর হচ্ছে: ষষ্ঠী তৎপুরুষ
ব্যাখ্যা: ষষ্ঠী তৎ্পুরুষ সমাস : পূর্বপদে যষ্ঠী বিভক্তি (র. এর) লোপ হয়ে যে তৎপুরুষ সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে । যেমন-\n\nবিশ্ববিদ্যালয় = বিশ্ববিদ্যার আলয়\n\nবিশ্বকবি =বিশ্বের কবি\n\nরাজরানা = রাজার রানী\n\nকর্ণকৃহর = কর্ণের কুহর\n\nঝড়-ঝাপটা = ঝড়ের ঝাপটা\n\n[তথ্যসূত্র- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]