নিচের অপশন গুলা দেখুন
- মীর জুমলা
- শায়েস্তা খান
- ইব্রাহীম খান ফতেহ জঙ্গ
- কাসিম খান জুয়েনী
সম্রাট শাহজাহান ক্ষমতা গ্রহনের পর ১৬২৮ খ্রিস্টাব্দে কাসিম খান জুয়েনীকে বাংলার সুবেদার করে পাঠান। এসময় বাংলার এই অঞ্চলে পর্তুগীজ বণিকদের প্রভাব অনেক বেড়ে যায়। মীর কাসিম খান জুয়েনী শক্ত হাতে পর্তুগীজ বণিকদের (মগ) বাংলা ও হুগলি থেকে দমন করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম থেকে পর্তুগীজদের দমন করেছিলেন - শায়েস্তা খান।
উৎসঃ নবম - দশম শ্রেণীর ইতিহাস বই (উন্মুক্ত)।