সঠিক উত্তর হচ্ছে: বৃন্দ
ব্যাখ্যা: উন্নত প্রানিবাচক মনুষ্য শব্দের বহু বচনে ব্যবহত শব্দ :\n\nগন – দেবগন, নরগন, জনগন ইত্যাদি ।\n\nবৃন্দ – সুধীবৃন্দ, ভক্তবৃন্দ , শিক্ষকবৃন্দ ইত্যাদি ।\n\nমন্ডলী – শিক্ষকমন্ডলী, সম্পাদকমন্ডলী ইত্যাদি ।\n\nবর্গ – পন্ডিতবর্গ , মন্ত্রিবর্গ ইত্যাদি ।