সঠিক উত্তর হচ্ছে: জিসিসি
ব্যাখ্যা: GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট। এটি ১৯৮১ সালে গঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত। এর সদস্য ৬টি যথা: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান। জিসিসি\'র বর্তমান মহাসচিব কুয়েতের নায়েফ বিন ফালাহ আল হাজরাফ। (সূত্র: জিসিসি ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)