সঠিক উত্তর হচ্ছে: শশী
ব্যাখ্যা: চাঁদ শব্দের সমার্থক শব্দ - চন্দ্র, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু হিমকর, বিধু, নিশাপতি , নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ , রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ। ভানু - সূর্য; নিশীথিনী - রাত।