সঠিক উত্তর হচ্ছে: ১৫.৬
ব্যাখ্যা: অষ্টম পপঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ দেশে দারিদ্য হার নেমে আসবে ১৫.৬% এ। আর চরম দারিদ্র্য হার নেমে আসবে ৭.৪% অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন হবে ২০২৫ সালে। এ সময় প্রত্যাশিত গড় আয়ু হবে ৭৪ বছর৷ গড় প্রবৃদ্ধি দাঁড়াবে ৮% এ।।[তথ্যসূত্র ঃ প্রথম আলো]