সঠিক উত্তর হচ্ছে: কোনোটিই নয়
ব্যাখ্যা: ইরানের নতুন মুদ্রার নাম \'তুমান \'। ১৯৩০ সাল পর্যন্ত ইরানের মুদ্রার নাম ছিল তুমান। পরবর্তীতে মুদ্রার নাম তুমানের পরিবর্তে রিয়াল রাখা হয়। ২০০৯ সালের জানুয়ারি মাসে আবার মুদ্রার নাম \'তুমান\' করা হয়। \n\nব্রুনাই ,সিঙ্গাপুর , পূর্বতিমুর , নামিবিয়া , জিম্বাবুয়ে প্রভৃতি দেশের মুদ্রার নাম ডলার\'।\n\n ইরাক, কুয়েত, জর্ডান, বসনিয়া, লিবিয়া, তিউনিসিয়া , আলজেরিয়া , প্রভৃতি দেশের মুদ্রার নাম \'দিনার\'।\n\n ভারত, শ্রীলংকা ,পাকিস্তান, নেপাল, মরিসাস প্রভৃতি দেশের মুদ্রার নাম -রুপি।