সঠিক উত্তর হচ্ছে: দরদালান
ব্যাখ্যা: বিদেশি উপসর্গজাত শব্দ দরদালান। দর’ ফারসি ভাষার উপসর্গ। ফারসি ভাষার আরো কয়েকটি উপসর্গ: কার, না, নিম, ফি, বদ, বে, বর, বা, কম। আরবি ভাষার কয়েকটি উপসর্গ: আম, খাস, লা, গর। অন্যদিকে পাতিলেবু ও হাভাতে বাংলা উপসর্গজাত শব্দ।