সঠিক উত্তর হচ্ছে: মিশ্র ক্রিয়া
ব্যাখ্যা: বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে বিভিন্ন ধাতু যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করলে, তাকে মিশ্র ক্রিয়া বলে। মিশ্র ক্রিয়ায় কর, যে, দ, পা, যা, কাট, ধর, মার প্রভৃতি ধাতু যুক্ত হয়।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]