সঠিক উত্তর হচ্ছে: লোহা
ব্যাখ্যা: যে সব পদার্থ বিশ্লিষ্ট করা যায়না বা বিশ্লিষ্ট করলে ঐ পদার্থ ব্যতীত অন্য কোন মৌল পাওয়া যায়না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন: লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, ইত্যাদি।
\nবাতাস - মিশ্র পদার্থ;
\nপিতল - তামা + দস্তা;
\nপানি - হাইড্রোজেন + অক্সিজেন।