সঠিক উত্তর হচ্ছে: ২৪
ব্যাখ্যা:
নল দুটো একত্রে ৮ মিনিটে পূর্ণ করে = ১ অংশ।
সুতরাং নল দুটো একত্রে ৬ মিনিটে পূর্ণ করে = ৬/৮ = ৩/৪ অংশ।
অবশিষ্ট অংশ = ১ - ৩/৪ = ১/৪ অংশ।
২য় নলটি দিয়ে অবশিষ্ট ১/৪ অংশ পূর্ণ হয় = ৬ মিনিটে।
∴২য় নলটি দিয়ে (সম্পূর্ণ) ১ অংশ পূর্ণ হয় = ৬×৪ = ২৪ মিনিটে।