সঠিক উত্তর হচ্ছে: উইন্ডোজ ভিস্তা
ব্যাখ্যা: যেসব সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে নিজেকে স্বচালিত করে তোলে ও বিভিন্ন ব্যবহারিক প্রোগ্রামকে (Application Software) বলতে সাহায্য করে তাকে বলে পদ্ধতিগত সফটওয়্যার (System Softwere) । যেমন – MS Windows 98/2000/XP/Vista; Ms Windows NT, Mac OS, MS Dos, Linux, Unix ইত্যাদি। অন্যদিকে, এমএস এক্সেল, ওরাকল ও নোটপ্যাড বিভিন্ন কাজের ব্যবহারিক প্রোগ্রাম।\n\n