সঠিক উত্তর হচ্ছে: পরি + ছদ = পরিচ্ছদ
ব্যাখ্যা: স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনিঃস্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়।যথাঃঅ + ছ = চ্ছ [এক + ছত্র = একচ্ছত্র];আ + ছ = চ্ছ [ কথা + ছলে = কথাচ্ছলে]; ই + ছ = চ্ছ [ পরি + ছদ] \n [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]