ব্যাখ্যা: ক থেকে ম পর্যন্ত ২৫ টি ধ্বনি পাঁচটি বর্গে বিভক্ত। প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ঐ বর্গীয় ধ্বনি। ক বর্গ, চ বর্গ,ট বর্গ,ত্ বর্গ,প বর্গ।\n[তথ্যসূত্র: ভাষা-শিক্ষা (ড.হায়াৎ মামুদ)]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।