সঠিক উত্তর হচ্ছে: রেডিয়াম
ব্যাখ্যা: উচ্চমানের তাপমাত্রা মাপার কাজে রেডিয়েশন ব্যবহার করা হয়। এর চেয়ে বড় সুবিধা হলো যন্ত্রে ব্যবহৃত সেন্সর কিছুতেই উত্তপ্ত বস্তুকে স্পর্শ করে না। এটি উত্তপ্ত বস্তু যে তাপ বিকিরণ করে তা থেকে ঐ বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে সক্ষম। এর আকৃতি ছোট বলে একে কম্পিউটারের সাথেও ব্যবহার করা যায়।