সঠিক উত্তর হচ্ছে: দৈনিক গণকণ্ঠ
ব্যাখ্যা: স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক পত্রিকা গণকণ্ঠ। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি ঢাকা থেকে পত্রিকাটির প্রকাশনা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা সম্পাদক কবি আল মাহমুদ। পত্রিকাটির সরকার-বিরােধী সাহসী অবস্থান সকলের দৃষ্টি কাড়ে। ১৮ই মার্চ ১৯৭৪ সাল সরকার পত্রিকাটি বন্ধ করে দেয়। সম্পাদক আল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।