VNC এর পূর্ণরূপ হলো Virtual Network Computing. এটি Client বা Server মডেলে কাজ করে। এটি একটি গ্রাফিক্যাল ডেস্কটপ শেয়ারিং সিস্টেম, যেটি দূরের অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে। আর এটি নিয়ন্ত্রণ করতে যেটি ব্যবহার করা হয় সেটি হলো Remote Frame Buffer(RFB) নামক প্রটোকল(protocol)। যার মাধ্যমে কিবোর্ড, মাউস ব্যবহার করে অন্য কম্পিউটারের স্ক্রিনে কাজ করা যায়।