সঠিক উত্তর হচ্ছে: বরেন্দ্রভূমি
ব্যাখ্যা: বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা উচ্চভূমি ক্ষয়ের ফলে যে সমভূমি গঠিত হয় তাকে ক্ষয়জাত সমভূমি বলে। বাংলাদেশের মধুপুর ও ভাওয়ালগড় এবং বরেন্দ্রভূমি হলো ক্ষয়জাত সমভূমি। সুন্দরবন ও ফরিদপুর হলো নদীবাহিত পলি দ্বারা সৃষ্ঠ বদ্বীপ, তিস্তা, করতোয়া ও আত্রাই নদী সংলগ্ন রংপুর ও দিনাজপুর জেলা হলো সঞ্চয়জাত পাদদেশীয় পলল সমভূমি।[তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী]