সঠিক উত্তর হচ্ছে: চতুর্থী তৎপুরুষ সমাস
ব্যাখ্যা: চতুর্থী তৎপুরুষ: পূর্বপদের চতুর্থী বিভক্তি (কে, রে, জন্যে, নিমিত্তে, উদ্দেশ্যে) লোপ পেয়ে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। সাধারণত এই সমাসে ‘নিমিত্ত’ ব্যাসবাক্যে ব্যবহৃত হয়। যেমন: দেব কে দত্ত = দেবদত্ত; বসতের নিমিত্তে বাড়ী = বসতবাড়ী ইত্যাদি।