নিচের অপশন গুলা দেখুন
- সামাজিক মূল্যবোধ
- ইতিবাচক মূল্যবোধ
- গণতান্ত্রিক মূল্যবোধ
- নৈতিক মূল্যবোধ
যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্যে ও সংকল্প মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তার সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ হচ্ছে সমাজের মানুষের আচরণের মানদণ্ড ও মাপকাঠি। সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতাবোধ, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ ইত্যাদি সুকুমার বৃত্তি বা গুণাবলির সমষ্টি। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভাল মন্দের বিচার করা হয়।\r\n\r\nগণতান্ত্রিক মূল্যবোধঃ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে লক্ষ, চিন্তাভাবনা, উদ্দেশ্যে ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এ সব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। নৈতিক মূল্যবোধঃ নীতি ও ঔচিত্যবোধ থেকে নৈতিক মূল্যবোধকে বিবেচনা করা হয়। নৈতিক মূল্যবোধ ব্যক্তির জীবনকে উন্নত মানে নিয়ে যায়।