নিচের অপশন গুলা দেখুন
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মোহাম্মদ নাসির উদ্দিন
- প্রমথ চৌধুরী
- শেখ ফজলুল করিম
চলিত রীতি প্রতিষ্ঠায় \'সবুজপত্র\' পত্রিকার নাম\r\n\r\nস্মরণীয়। ১৯১৪ খ্রিষ্টাব্দে মাসিক \'সবুজপত্র\' প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়। বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন। সাহিত্যজগতে এই পত্রিকা \'সবুজপত্র গোষ্ঠী\' তৈরি করতে সক্ষম হয়।