সঠিক উত্তর হচ্ছে: গোবিন্দদাস
ব্যাখ্যা: গোবিন্দদাস বৈষ্ণব পদকর্তা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকট তেলিয়াবুধুরি গ্রামে তাঁর জন্ম। শ্রীচৈতন্য ও চৈতন্যোত্তরকালে যে কয়জন কবি বৈষ্ণবপদ রচনা করে খ্যাতি অর্জন করেন, তাঁদের মধ্যে গোবিন্দদাস অন্যতম।তিনি বাংলা ও সংস্কৃত ভাষায় কবিতা রচনা করেছেন। গোবিন্দদাসের কাব্যগুরু ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি।তিনি সংস্কৃত ভাষায় \' সংগীতমাধব\' নাটক রচনা করেন।[তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]