সঠিক উত্তর হচ্ছে: ২১ মার্চ
ব্যাখ্যা: ১৯৬০ খ্রিষ্টাব্দে ২১ মার্চ শ্বেতাঙ্গ শাসনাধীন দক্ষিণ আফ্রিকার শাপভিলে বর্নবাদ আইনের বিরুদ্ধে আয়োজিত এক শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে ৬৯ জন কৃষ্ণঙ্গকে হত্যা করা হয়। এর পরপ্রক্ষিতে UN সাধারন পরিষদ ১৯৬৬ খ্রিষ্টাব্দে ২১ মার্চকে আন্তর্জাতিক বর্ণবৈষম্য নির্মূল দিবস হিসেবে ঘোষনা করে।\n\n[তথ্যসূত্রঃ un.org]