সঠিক উত্তর হচ্ছে: নিজ বাসভূমে
ব্যাখ্যা: বর্ণমালা, আমার দুঃখীনি বর্ণমালা\' কবিতাটি শামসুর রাহমানের \'নিজ বাসভূমে\' কাব্যগ্রন্থের অন্তুর্গত।১৯৭০ সালে প্রকাশিত তাঁর \'নিজ বাসভূমে কাব্য\' তিনি উৎসর্গ করেন আবহমান বাঙলার শহীদদের উদ্দেশ্যে।‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’, ‘ফেব্রুয়ারি ১৯৬৯’, ‘পুলিশ রিপোর্ট’, ‘হরতাল’, ‘এ লাশ আমরা রাখব কোথায়’, এ কবিতাগুলির ছত্রেছত্রে লেগে আছে এক বিক্ষুব্ধ সময়ের ছাপ। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]