সঠিক উত্তর হচ্ছে: গ্রিক
ব্যাখ্যা: কেন্দ্র শব্দটি গ্রিক শব্দ হতে আগত শব্দ। অন্যান্য গ্রিক শব্দের মধ্যে রয়েছে- দাম, কোণ, ইউনানি, সুরঙ্গ ইত্যাদি। সংস্কৃত হতে আগত শব্দের মদ্যহে আছে- চন্দ্র, সূর্য, পাত্র, ধর্ম, নক্ষত্র ইত্যাদি। অন্যদিকে, সনেট, ম্যাজেন্টা, মাফিয়া ইত্যাদি ইতালিয়ান শব্দের উদাহরণ। [তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা]