সঠিক উত্তর হচ্ছে: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: অপরাজেয় কথাসাহিত্যেক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘বৈকুন্ঠের উইল\' (১৯১৬) উপন্যাসটি লেখেন— উল্লেখ্য, \'কৃষ্ণকান্তের উইল\' (১৮৭৮) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং \'বৈকুণ্ঠের খাতা (১৮৯৭) রবীন্দ্রনাথ ঠাকুরে প্রহসন।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর]