সঠিক উত্তর হচ্ছে: ময়মনসিংহ
ব্যাখ্যা: দ্বিজ বংশীদাস (১৬শ-১৭শ শতক) মধ্যযুগের বাংলা মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি। তিনি কিশোরগঞ্জের (ময়মনসিংহ) পাতুয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা যাদবানন্দ ছিলেন একজন গায়েন এবং কন্যা চন্দ্রাবতী ছিলেন কবি। চন্দ্রাবতী রামায়ণ রচনা করেন। বংশীদাস সংস্কৃত, পুরাণ, আগম ও তন্ত্রাদি শাস্ত্রে পন্ডিত ছিলেন। সুকণ্ঠ গায়ক হিসেবেও তিনি প্রসিদ্ধি লাভ করেন।