সঠিক উত্তর হচ্ছে: সংস্কৃত ভাষায়
ব্যাখ্যা: কালিদাস ছিলেন ধ্রুপদি সংস্কৃত ভাষার এক বিশিষ্ট কবি ও নাট্যকার। ইংরেজ কবি উইলিয়াম শেক্সপিয়রের মতো দেখা হয় তাকে সংস্কৃত ভাষার সাহিত্যে।. তার কবিতা ও নাটকে হিন্দু পুরান ও দর্শনের প্রভাব আছে। কালিদাস প্রাচীন যুগের ভারতীয় কবি। তিনি সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিরূপে পরিচিত।\nকালিদাস রচনাবলি -\nনাটকঃ\nমালবিকাগ্নিমিত্রম্\nঅভিজ্ঞানমশকুন্তলম্\nবিক্রমোর্বশীয়ম্\nকাব্যগ্রন্থঃ\nমেঘদূতম্\nকুমারসম্ভবম্\nরঘুবংশম্\nঋতুসংহার \n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড.সৌমিত্র শেখর]