সঠিক উত্তর হচ্ছে: ১৯৫০-১৯৮৯
ব্যাখ্যা: প্রথম প্রজন্ম (১৯৫০-১৯৮৯) : ১। এই প্রজন্মে এনালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়। ২। সেল সিগন্যাল এনকোডিং হলো FDMA। ৩। সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামুলক কম।৪। কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়। ৫। এতে মাইক্রোপ্রসেসর ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয়। ৬। একই এলাকায় অন্য মোবাইল ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স নেই। ৭। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু ছিলো না।