সঠিক উত্তর হচ্ছে: শর্মিষ্ঠা
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম শর্মিষ্ঠা (নাটক)। এটি ১৮৫৯ সালে প্রকাশিত হয়। তাছাড়া মধুসূদন দত্ত রচিত প্রথম গ্রন্থ The Captive Lady। যা ইংরেজি ভাষায় রচিত। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]