সঠিক উত্তর হচ্ছে: অব্যয়ীভাব
ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: রীতিকে অতিক্রম না করে= যথারীতি, শহরের সদৃশ= উপশহর, অক্ষির অগোচরে= পরোক্ষ, কথার সদৃশ= উপকথা ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]