সঠিক উত্তর হচ্ছে: ৪নং
ব্যাখ্যা: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৪নং সেক্টর হলো উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি অন্যতম সেক্টর। সিলেটের ইপিআর বাহিনীর সৈন্যদের সঙ্গে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সেক্টর গঠিত হয়েছিলো। সেক্টরটি ছোট ছোট ছয়টি সাবসেক্টরে ভাগ করা হয়েছিলো। সেক্টরের অধিনায়ক ছিলেন মেজর সি. আর. দত্ত।[৩] সেক্টরটিতে ৯৭৫ জন নিয়মিত সৈন্য এবং ৯০০০ জন সাধারণ গণবাহিনীর যোদ্ধা ছিলেন। সেক্টরটিতে অনেক পাহাড়ি অঞ্চল ও দুর্গম অঞ্চল থাকায়, এটি গেরিলা যুদ্ধের জন্য বেশ উপযোগী স্থান ছিলো। সেক্টরের রাজনৈতিক সংযুক্তিতে ছিলেন দেওয়ান ফরিদ গাজী এবং প্রশাসনিক দায়িত্বে ছিলেন আজিজুর রহমান।\n[তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণী ]