সঠিক উত্তর হচ্ছে: এনপিটি
ব্যাখ্যা: পারমাণবিক অস্ত্রের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি , যা সাধারণভাবে অ-প্রফ্লফ্রেশন চুক্তি বা এনপিটি নামে পরিচিত, একটি আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র এবং অস্ত্র প্রযুক্তি বিস্তার প্রতিরোধ করা, পারমাণবিক শক্তিগুলির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা জোরদার করা।\n১৯৬৮ সালের ১ জুলাই এই চুক্তির সাক্ষরসূচনা। এই চুক্তিতে সাক্ষরকারী রাষ্ট্রপক্ষের সংখ্যা ১৮৯। তার মধ্যে পাঁচটি রাষ্ট্র পরমাণু শক্তিধর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও গণচীন। এরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।\n[তথ্যসূত্রঃ Summary and text from the nuclear NPT]