সঠিক উত্তর হচ্ছে: ২৪ই মার্চ ২০১৫
ব্যাখ্যা: জার্মানউইংসের এ-৩২০ এয়ারবাসটি ২৪ই মার্চ ২০১৫ স্পেনের উপকূলীয় শহর বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ শহরে যাচ্ছিল।\nআরোহীদের মধ্যে ৬৭ জন জার্মান এবং ৪৫ জনের মতো স্প্যানিশ ছিলেন। উড়োজাহাজে জার্মানির একটি বিদ্যালয়ের ১৬ জন শিশুশিক্ষার্থী এবং তাদের দুই শিক্ষকও ছিলেন।\nফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জার্মানউইংসের কর্মকর্তারা জানিয়েছেন, ৪ইউ ৯৫২৫ ফ্লাইটটিতে ১৪৪ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। স্থানীয় সময় পৌনে ১১টার দিকে উড়োজাহাজটি থেকে বিপৎসংকেত পাঠানো হয়। এ সময় উড়োজাহাজটি ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বার্সালোনেত্তি এলাকায় ছিল।