সঠিক উত্তর হচ্ছে: সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
ব্যাখ্যা:
কারো পৌষ মাস, কারো সর্বনাশ - কারও সুদিন কারও খারাপ দিন
চাল না চুলো, ঢেঁকী না কুলো - অত্যন্ত গরীব
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে - উভয়কূল রক্ষা
বোঝার উপর, শাকের আঁটি-অতিরিক্তের অতিরিক্ত
উৎসঃ ভাষা ও শিক্ষা - ডঃ হায়াৎ মামুদ। অধ্যায় - প্রবাদ-প্রবচন