সঠিক উত্তর হচ্ছে: অগ্নিবীনা
ব্যাখ্যা: অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলাম ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - \'প্রলয়োল্লাস (কবিতা)\', \'বিদ্রোহী\', \'রক্তাম্বর-ধারিণী মা\', \'আগমণী\', \'ধূমকেতু\', কামাল পাশা\', \'আনোয়ার \'রণভেরী\', \'শাত-ইল-আরব\', খেয়াপারের তরণী\', কোরবানী\' ও মোহররম\'\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]