সঠিক উত্তর হচ্ছে: কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: বিষের বাঁশি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থে ২৭ টি কবিতা রয়েছে।[১] কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত ৫টি গ্রন্থের মধ্যে এটি অন্যতম। ১৯২৪ সালে এটিকে নিষিদ্ধ করা হয়। ৩৩ পাতার বিষের বাঁশী বাংলা বইটি একটি অধিক পঠিত কবিতা যা আগামী প্রকাশনী প্রথম প্রকাশ করে।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড.সৌমিত্র শেখর]