সঠিক উত্তর হচ্ছে: স্বাধীন অর্থ আছে
ব্যাখ্যা: যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। এর নিজের কোন স্বাধীন অর্থ নেই। প্রত্যয় প্রধানত দুই প্রকার। যথাঃ কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। ক্রিয়ামূলকে বলা হয় ধাতু আর ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় ক্রিয়াপদ।\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]