সঠিক উত্তর হচ্ছে: এক মাঘে শীত যায় না
ব্যাখ্যা: প্রবাদের অর্থগত প্রকরণ\n\nবিভিন্নভাবে প্রবাদের প্রকরণ হতে পারে। যেমন : \n\n১. নীতিকথামূলক : ধর্মের কল বাতাসে নড়ে, সত্যের জয় হয়।\n\n২. ইতিহাসমূলক কথা : ধান ভানতে শীবের গীত।\n\n৩. সাধারণ অভিজ্ঞতামূলক : দশের লাঠি একের বোঝা। চোর পালালে বুদ্ধি বাড়ে।\n\n৪. চরিত্রমূলক : গায়ে মানে না আপনি মোড়ল।\n\n৫. সমাজমূলক : মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মরলে শহিদ বাঁচলে গাজি।\n\n৬. কাহিনিমূলক : অতি লোভে তাঁতি নষ্ট।\n\n৭. সমার্থকমূলক : কয়লা ধুলে ময়লা যায় না। চোরা না শোনে ধর্মের কাহিনি।\n\n৮. পরস্পর বিরোধিমূলক : দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।\n\n৯. ক্রিয়াহীন : আপন ভাল তো জগৎ ভাল।