সঠিক উত্তর হচ্ছে: মরু + উদ্যান = মরূদ্যান
ব্যাখ্যা: প্রথম পদের শেষে ‘হ্রস্ব-উ’ বা ‘দীর্ঘ-ঊ’ ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথমে ‘হ্রস্ব-উ’ বা ‘দীর্ঘ-ঊ’ ধ্বনির মিলনে ‘দীর্ঘ-ঊ’ কার হয়ে আগের বর্ণে যুক্ত হয়।
\nউ + উ = ঊ
\nকটু + উক্তি = কটূক্তি,
\nসু + উক্তি = সূক্তি,
\nমরু + উদ্যান = মরূদ্যান ইত্যাদি
\nউ + ঊ = ঊ
\nলঘু + ঊর্মি = লঘূর্মি,
\nতনু + ঊর্ধ্ব = তনূর্ধ্ব,
\nবহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব ইত্যাদি।
\nঊ + উ = ঊ \nবধূ + উক্তি = বধূক্তি, \nবধূ + উৎসব = বধূৎসব, \nবধূ + উচিৎ = বধূচিত ইত্যাদি।
\nঊ + ঊ = ঊ
\nভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব।